যদি চলে যেতে চাও,যাও চলে যাও
চেনা পথের ঠিকানা ধরে
বাধাহীন অচেনার পথ ভুলে ফেলে রেখে চায়
হৃদয় তেমনি,
অসীম আকাশে মুক্ত বিহঙ্গ যেমনি
ডানা মেলে ইচ্ছে মতো  দু'চোখ তুলেই
যায় উড়ে যায় কোন সুদূরের পানে,
হয়তো বা না ফেরার দেশে একেবারে
হায়!বাঁধিবে কেমনে তারে?
কেন বৃথা সঙ্গী কেঁদে মরে!
কী এমন আছে সাধ্য কার
বলো,যদি সে নিজে না ফিরে?