একটি রোদের সকাল তোমাকে দেবো বলে সব মেঘগুলো রেখেছি সরিয়ে, তারা ভরা আকাশের নন্দনটুকু তোমার চোখ নাচাবে বলে সব অমাবশ্যা রেখেছি মাটিতে পুঁতে। শিশিরের ছোঁয়াটুকু তোমায় দেবো বলে সারারাত তোমার দরজায় দাঁড়িয়ে থেকেছি, ডেকেছি শেষ রাতে, হেঁটেছি শিশির ভেজা সবুজ ঘাসের উদ্যানে। পাখির প্রতি তোমার
ভালোলাগা যেদিন জেনেছি, কড়াই গাছের কোটরে পাখির বাসা থেকে তোমার জন্য চুরি করেছি টিয়ে পাখির ছানা। মেঠো পথে খালি পায়ে হাঁটার বায়না যেদিন ধরেছিলে,
শত কাজের ব্যস্ততা বাক্সবন্দি করে শহরের আনাচে-কানাচে নয়, সদূর এক নির্জন পল্লীর মেঠোপথ তোমায় দিয়েছি। কেবল তোমার উচ্ছ্বাসটুকু গাছের গায়ে হেলান দিয়ে অপলক দেখেছি। তোমার ভালোলাগাটুকুর জন্য হয়তো আমি আরও কত কী পারি তা আপন বোধের বাইরে।


একদিন বাসে করে সমুদ্র দেখতে যাবার সময় জানালা থেকে আসা হু হু বাতাসে তোমার খুলে রাখা সমুখের দু'গোছা চুল আমার মুখে এসে পড়ে, অন্যরকম এক শিহরণ টের পাই নিজের ভেতর। তারপর বলেছিলাম- পুরো চুলের বাঁধনটা খুলে দাওনা! সেদিন তুমি বলেছিলে খোলা চুলে তোমার অনেক বেশি গরম লাগে।


১৭.০৬.২০১৩