("হাইকু"-জাপানে প্রচলিত পৃথিবীর সবচেয়ে ক্ষুদ্রতম কবিতা। এটি ৫-৭-৫ মাত্রায় তিন চরণে লেখা। এ কবিতায় সাধারণত একটি মুহূর্তের ঘটনা প্রতিফলিত হয়। আজ বন্ধুদের জন্য তিনটি হাইকু.....)


      (১)
কবির কবিতা
শিল্পীর গীতিময়তা
আমাদের কথা


     (২)
ঘন্টা ধ্বনিলো
ব্যাগ হাতে ছেলেরা ছুট
স্কুল বসিলো


     (৩)
দিবাকর প্রখর
গতর জুড়ে দাবানল
ওষ্ঠাগত প্রাণ


১৮.০৬.২০১৩