সখের বসে তুলিতে রং তুলে
কী আঁকব তাই গেছি ভুলে।


অঙ্গ তোমার গভীর সুরঙ্গ
ক্ষণে ক্ষণে চলা হয় ভঙ্গ।


চোখ-মুখ নাকি ভ্রু আঁকি
প্রতি অঙ্গেই বেহুঁশ চেয়ে থাকি
রঙে রূপের অতল মাখামাখি।