সময়ের ভাঁজে চাপা পড়ে গেছে চিঠি সভ্যতা
বার্তার বেগে ঘটেছে বিপ্লব কতো
তবু আজো অমর চিঠির গভীরতা...


তাই ভুল করে হলেও একটা চিঠি দিও।
ই-মেইল, টেক্সট আর চ্যাটিংয়ে
লক্ষ কোটি কথা হয় যখন তখন,
চিঠির ভেতরে যে মায়া থাকে
তার প্রাপ্তি হয়না আর এখন।


চিঠির ভাঁজে ভাঁজে, তার খামে
যে মমতা জড়ানো, তোমার স্পর্শ মাখা
সে চিঠি বারবার পড়লেও হয়না পুরনো
চিঠিতে যে গভীর অনুভব, যে মায়া
অন্য কোথাও খুঁজে পাইনা এমন...


তাই অনিচ্ছা সত্ত্বেও ভুল করে হলেও
একবার চিঠি দিও।


২৮.১১.২০১৪