মানুষ শপথ করে, শপথ ভাঙ্গেও
প্রয়োজনে করে, প্রয়োজন ফুরালে ভাঙ্গে
শপথ ধরে ধরে আর কতো পথ চলা যায় বলো!
খুব তো বলেছিলে-ভুলতে পারবে না কোনোদিন;
তিনশত আশি দিন পেরিয়ে গ্যালো
এতো এতো যোগাযোগ মাধ্যম
কই কোথাও তো কোনো চিহ্ন খুঁজে পাইনি,
একবার হলেও মনে পড়েছে তোমার
পাইনি তো এমন কোনো নিদর্শন আজও।


তোমার মনে নেই? সেদিনও বলেছিলাম-
মানুষ মনে রাখে কম, ভুলে যায় বেশি
তুমিও পারবে ভুলে যেতে, যেমন পারে সবাই।
যদি গোপনে তল্লাশি করো, হয়তো মনের কোণে
স্থবির উপস্থিতি পেতে পারো
যে তোমাকে কখনো আপ্লুত করে না-ভাবায় না
এটা কী মনে রাখা বলা যায়?


আরো তিনশত আশি দিন পরেও স্থবিরই পাবে
যে তোমায় ভাবায় না, চলাচলে ঘটায় না ছন্দ পতন।
ভুলে আছো বলেই সুখে আছো, আমি তোমার অসুখ
অসুখ-কে কোনোদিন মনে রাখতে নেই...