যেদিন তোমার কথা প্রথম শোনেছিলাম,
সেদিন থেকে মনে হলেই শিহরিয়ে উঠতো আত্মা, পুলকিত হতো মন।
তার পর কিছু সংলাপ হলো মনের ভাষায়।
আচমকা এলো সেই মধুক্ষণ।
দোসরের সাক্ষাৎলাভে নেচেছি তখন।
বাম পাজরের হাঁড়ের প্রতি যে অত আসক্তি তা হয়তো কবির অজানা ছিলো এতকাল।
আদর-খাতির যত্নে অভিভূত।
ভালোবাসার পিদিমে দেশলাইয়ের সারথি।
তার পর ছোট একটি চুরি।
একটি পেন আর একবুক পেইন।