ভালবাসা একটি রঙ্গীন প্রজাপতির পাখায় চড়ে এসেছিল আমার জীবনে,
যাবার সময় একাই হেঁটে চলে গেল সে।


মাঝখানে যা হলো তাই কবিতা।
কোন গ্রীষ্মের উত্তপ্ত রোদ্রের তাপে ঝলসে যখন একটু শান্তির নীড় খোঁজে ফিরিতেছি তখনি পেয়েছি ভালবাসার দেখা।


জীবনের অন্তিম অবদি থাকব তোমায় আকঁড়ে ধরে সেই প্রতিজ্ঞায় আছি। কে জানিত? বাসা যতই ভাল হোক গুনা পোখা থাকে নষ্ট করবেই।
শুরু হলো ভালবাসার মাঝে আষাঢ়ের গগন বিধারী গর্জন আর বিদ্যুত চমক। তবুও সুন্দর বনে বৃক্ষের মত আমার ভালবাসা বেঁচে আছে।
হোক না নোনা পানি বেঁচে তো আছি বেশ।


(সংক্ষেপিত)