এই বঙ্গ দেশের বাংলা বুলি,
বঙ্গ মায়ের ফুলের কলি।


রতন আছে বঙ্গ ভাষায়,
যেই খোঁজতে যায় সেই খোঁজে পায়।


সেই রতন খোঁজতে আমি,
খোরিতেছি ভাষার ভূমি।


তব দেখা পাব কবে,
এদেহেতে তৃপ্তি হবে।


তাইতো আমি রচি বসে,
বঙ্গ ভাষার খনি রসে।


আশা রাখি পাব রতন,
সেই আশায় করছি যতন।


লিখছি বসে ছড়া,
যদি আমার ভাগ্যটাকে প্রভূ দেয় নাড়া।