বলিয়াছেন মোদের রব,
মানুষ বানিয়েছি সব,
সৃজিয়াছি জোড়ায় জোড়ায়।


নারী পরুষ তব,
বানিয়েছি ভব,
ভরিয়াছি সব কানায় কানায়।


কবুতরের ডিম আর বাদামের খোসা,
সৃষ্টি করেছি জোড়ায়, আমি মেখে ভালবাসা।
কেঁচির ব্লেড আর দুপায়ের জুতা,
দুটি করে বানিয়ে রেখিছি হেতা।


হস্থ-পদ সৃজিয়াছি দুটি করে,
কর্ণ ও লোচন সৃজেছি একি সুরে।
পেট সৃষ্টিয়াছি দুটি উপর আর তল,
সেই সাথে ঠোট ও দুটি মেখে কাদা জল।


কিডনিও বানিয়েছি দুটি আরো দুটি স্তন,
অন্ডকোষও দিব দুটি এটাই ছিলপণ।


একটি উপদেশ,
লাগবে হয়ত ভালো বেশ-
বলার জন্য একটি অঙ্গ শোনার জন্য দুটি,
কম কথা বলবে শোনবে বেশি খাটি।