ফুলকে আমি ভালবাসি,
ফুলের মুখে মিষ্টি হাসি।


বলেছেন নবী ছিলেন যবে কোথাও,
তুমি যদি ফুল দেখতে পাও,
একটি ফুল সাথে করে কিনেনাও।


একটু ফুলের দিকে তাকাই,
দেখি ফুল কি বলে ভাই,


রে পথিক ! আমায় ছিড়ঁলে কেন?
আমি দাঁড়িয়ে ছিলাম যেন তেন।


আমি তো ছিলাম সুখে শান্তিতে,
ফুল গাছটির ঐ ছোট্র শাখাতে।


ছিঁড়লে আমায় মেনে নিলাম,
তবে কেন এখন পদতলে পিষ্ট হলাম?


খানিক ভেবে এখন বুঝ এসেছে,
আমার সুগন্ধ আর সৌন্দর্য্যই আমার প্রাণ নাশেছে।