এই হেমন্তে কুয়াশা ঢাকা একটি সোনালী রোদ্দুর মাখা ভোর আমি তোমার কাছে চেয়েছিলাম,
তুমি দিয়েছ বৃষ্টি ঝরা একটি বিদগুটে অমবস্যার সন্ধা।


তোমার কাছে যদিও একটি বৃন্ত সমেত গোলাপ চেয়ে পেয়েছি রক্তজবার তাজা রক্তে মাখা এক নদী দুঃখ।
যতবার যা কিছু তোমার কাছে নিবেদন করেছি, ততবার সবি তার উল্টো পেয়েছি।
তুমি একদিন বলেছিলেনা,
কুয়াশা মাখা ভোরে,
একচাদরে মোড়ে,
পাশাপাশি হাঁটবে?


আজ আমি আমার শীত,বর্ষা,হেমন্তের প্রতিটি ভোর তুমার নামে পাড়করি।
একটি চাদর একা মোড়ে স্বপনের ক্যনভাসে তোমার ছবি তুলি, আজো আমি আমার প্রতিটি জোৎস্না পার করি তোমার প্রতীক্ষায়।