জাগো বাঙ্গালী দেখো এবার, চল্লিশ হলো পার,
এখনো মনে বইছে শুধু স্বাধীনতার জোয়ার।


ভুলিনাই মোরা ভূলিনাই তোমাদের, কবু ভুলবনা,
করেছে যারা তাবেদারী পাকের (রাজাকার) কবু ছাড়বনা।


মনে শুধু ব্যথা জাগে,
কেন জন্মিলামনা আগে।


উচিৎ শিক্ষা দিতাম আমি শুত্রু হানাদারের,
রক্ষা করতাম ইজ্জত আমি আমার সোনা মায়ের।


শরিরটাকে পুঁতে দিতাম শত্রু সম্মুখে,
তবুও আমি চিনিয়ে আনতাম মার্তৃভূমিকে।


মোর কলেবরের রক্ত দিয়ে লিখতাম স্বাধীনতা,
তখনিতো মুছে যেত স্বজন হারার ব্যথা।