বেলা শেষে খেলা ঘর থাকবে পড়ে,
ফির তুমি ফিরবো আমি আপন আপন নীড়ে,


তুমি চলবে ফিরবে আমার মন মৃত্তিকার পর,
আর কাটবে কলজে এই যে আমার বসে দূরন্তর।


নভেম্বর ডিসেম্বর শীতে করি থর থর,
হাসছো তুমি? কষ্টে আমার! বাহ্ কি দারুণ স্বার্থপর।