ভোরের কোকিল পাখিটি আজো আমায় ডাকে চিৎকার রবে, প্রত্যহ প্রত্যুষ্যে নিদ্রাবিচ্ছিন্ন হই তার কোমল কলরবে।


সমগ্র নিশী প্রভাত করি তোমার কথা ভেবে,
দুষ্ট কোকিলটার কুহ্তানে ভাবনা বিচ্ছেদের কবলে পরে রুষ্ট হই তার উপর।


অদূরে শিয়ালের একটি হাঁক শুনে সেদিন রাত্রে ঘুম ভাঙ্গে। সজাগ হয়ে চমকে যাই! দেখি বিছানা খালি!তুমি কোথায়? হঠাৎ করে কোন সেদূরে আছ নীরবে নিরলায়? বিছানা থেকে উঠে অনেক খোঁজেছি, পেলামনা। শিয়ালের হাঁকে কুকুরের ঘেউ ঘেউ শুনে চৈতন্য আসে।  ভাবনায় কাটাঘাত পরে। মনেহলো তুমিতো এখনো আসোইনি আমার নীড়ে। (সংক্ষেপিত)