বসে আছি অধির আগ্রহে,
একটি কবিতা লিখব।
কোন বিষয় খোঁজে পাচ্ছি না।
যেন কোন পাখাহীন পাখি, উড়ি উড়ি করে বসে আছে। স্বাদ আছে সাধ্যি নেই।
অনেক দুরে উড়ে যাবো,বসে শুধু স্বপন আঁকছি।


আমি সেই পাখি সদৃশ।
দেখিছি কত কবিকে ফাগুনে অনলে দগ্ধ হতে,
আমি বার কয়েক সাধনার পর এখন নির্বাণ শিখা হয়ে চুপ মেরে বসে আছি।
অবশেষে পাখাহীন পাখির মতো, শিখাহীন অনলের মতো, মায়া মমতাও ভালবাসাহীন ভবঘুরের মতো, বহুদিনের অচল কারখানার মতো, শিকড়হীন বৃক্ষের মতো কিংকর্তব্য বিমুঢ় হয়ে আছি।


শত ব্যর্থতা আর নিষ্ক্রিয়তার গ্লানি এই বুকে পুষে।