সোনালী সূর্যের কিরণ দিয়ে
যে দিনটির সূত্রপাত হয়েছিল ভোর বেলায়,
উত্তপ্ত বিকিরণ চড়াইতে চড়াইতে গড়িয়ে পড়ল শেষ বিকেল বেলায়। আবারো সোনালী রূপ ধারণ করেছে বিদায় বেলায়।


আমার জীবনটাও তাই এখন উত্তপ্ত বিকিরণ চড়াইতেছে। সম্মুকে যাহা পাই তাহাই পুড়িয়ে মাড়িয়ে আগাই, কে রোখবে আমায়?


কিন্তু আমিও যে একজন বিবেক যুক্ত যন্ত্র। আমার নিজস্ব বলতে আমিও নই।
যাহা আমার বিবেক বলে আমিও তাহার সেই আজ্ঞা পালনে ব্রত হই। আমি তো মানুষ নই, রক্ত মাংসে গড়া এক যন্ত্র বিশেষ।


যদি মানুষ হতাম থাকতো মানবতা, মহানুভবতা, শালিনতা, কোমলতা। কিন্তু এর নেই কিছুই।