মেঘের আড়ালে কিছু স্বপ্ন ছিল,
কিছু ইচ্ছেও ছিল অগোছালো
স্বপ্নগুলো একদিন মুখ থুবড়ে
পড়েছিল তোমার আঙিনায়
সেদিন অবারিত ইচ্ছেগুলোর অপমৃত্যু হলো।
স্বপ্নময় ইচ্ছে গুলো দুজন মিলে
বুনেছিলাম আকাশের কালো মেঘের ডানায়


যেদিন ফোন করে ক্ষমা চেয়েছিলে
সেদিন থেকে যুগল ইচ্ছেময় স্বপ্নগুলো
একান্তই আমার হয়ে গেলো।


বসন্তের একটি বিকেলে কতগুলো পাখি এসেছিলো,  
জানালার পর্দা সরিয়ে আমি তাদের চোখেও
স্বপ্ন দেখেছিলাম।
সেদিন প্রাতের বাসন্তী ফুলগুলো আমায়
কিছু স্বপ্নের কথা বলেছিল
আমার কাছে মনে হয়েছিল
স্বপ্নগুলোর জন্মই হয় কাঁদানোর জন্য


একটু কাঁদার জন্য ছুটি নিয়েছিলাম একদিন,
গাড়ো পাহাড়ের চূড়ায়
অশ্বত্থ তরুর কোলে বসে আমি কেঁদেছিলাম
বার বার পিছু ডাকতে ডাকতে
চোখের উষ্ণবারিধারায় ঝাপসা হলো পৃথিবী
এবার সিদ্ধান্ত নিয়েছি,
আর পিছু ডাকবোনা তোমায়।