মগড়া নদীর মোহনায় ভাসা আর,
গাড়ো পাহাড়ের চাপায় পড়া
আমাদের নেত্রকোণা।
সুনেত্রের হাতছানি, আর
সমেশ্বরীর ঢেউখানি,
দেখিয়েছে আলোর সম্ভাবনা।।


আছে ধানক্ষেত,
সরিষা আর পাট ক্ষেতের ছবি।
আছে নির্মলেন্দ গুন,
সাথে হুমায়ুন,
আর আল আজাদের মত কত কবি।।


আছে কত পত্রিকা,
আর কত লেখক লেখিকা,
ভালবাসার নেত্রকোণায়।
আছে মহুয়া,
আর বিরিশির ছোঁয়া,
সাংস্কৃতির মুর্ছনায়।।


বালিশ মিষ্টির নেত্রকোণা,আর
মায়ের শহর নেত্রকোণায়,
বিশ্বমান্চিত্রে যতদিন বাংলাদেশ থাকবে,
আর নেত্র তুমি থাকবে আমার হৃদয় মান্চিত্রে আর চোখের কোণায়।।