জন্ম নেবার পরেই প্রথম শোনি যার ভাষা,
যে আমাকে দেখিয়েছে বেঁচে থাকার আশা,
যার ডাকেতে যায় যে মুছে ক্লান্তি অবসাদ,
যার ছোঁয়াতে আছে মিশে জান্নাতের-ই স্বাদ,
সে বেহেসত আমার মা।


কষ্ট করে যখন ঘরে আমি ফিরি,
যে কাঁপড়ে ঘাম মুছি তা যে মায়ের শাড়ী,
নিজের সুখ বিলি দিয়ে সন্তানের শোক ঘোচে,
নিঃস্বার্থ এমন প্রেমিকা পাবে কোথাও বেছে?


লক্ষ কোটি সালাম আমার মায়ের পদতলে,
সারা জীবন যে করলো যাপন আরাম আয়েশ ভুলে।
কষ্টের পর কষ্ট করে গর্ভে আমায় রাখলেন,
তার চেয়ে কষ্টে ছিলেন যবে প্রসব ব্যথায় ছিলেন।


এত কষ্ট করে আমায় দেখালেন আলোর মুখ,
ওরে আমার জান্নাত তোরে কেমনে দেব সুখ।