এখন সময় মধ্যরাত।
পহেলা পৌষের আভাস পেয়েচে প্রকৃতি।
ধবল কূয়াশার চাদরে মোড়েছে জোছনাহীন কালো রাত্রী। আঁধারের মাঝে কূয়াশা ভেদ করে দাঁড়িয়ে আছি একাকি নীরবে।
আর ভাবছি তোমার দেয়া কথাগুলো আজ এত তাড়াতাড়ি ভুলে যেতে পারলে কিনা, নাকি ভান করছো তুমি অপ্সরি ! ঠাণ্ডা বাতাসে বরফ হয়ে গেছে দেহ, চোখের পাতায় জমেছে শিশিরের রূপোলী কণা। আর মনের নীল এ্যলবাম খোলে নস্টালজিস্টিক আমি এক কবিতাহীন কবি।



জাম



১২.১২.১৭