যেদিন চন্দ্রিমা আলো ছড়াবেনা,
যেদিন সুখ তারাটা আর উদিবেনা,
যেদিন পাখিরা আর গান করবেনা,
যেদিন পৃথিবীটা ধ্বংশ যজ্ঞে অংশ নেবে,
যেদিন পর্বত মালা আকাশে উড়ে যাবে,
যেদিন ঐ কাঁচের প্লেটটা নিচে পড়ে যাবে,
যেদিন রবি মামা খুব কাছথেকে পাহাড়া দেবে,
যেদিন প্রভু ঐ মাচায় বসে যাবে,
যেদিন নবী বিচার কার্যে আদিষ্ট হবে,
যেদিন রক্তের সম্পর্ক মুছেযাবে,
যেদিন পরিচয় প্রথা বিলুপ্ত হবে,
সেইদিন, সেইদিন কি আমার একটি কবিতার একটি লাইন কি একটি শব্দ মীযানের পাল্লায় মাপা হবে? প্রভু আমি সেইদিন তোমাকে চাই।
তুমি রবে আমার বিচার হবে যবে।