আজো খোঁজে ফিরি তোমায়,
পলাশ কাননে,
ঝর্ণার প্লাবনে,
কাশবনের মেলায়।


তোমার জন্য সাজিয়েছি আমার দেহমন্দির,
হাঁকছি তোমায় এসো তুমি ফিরে।
ভুল আমারই ছিল, তুমি ছিলে নির্ভূল পদ্ম পুষ্প।


আমি তোমাকে এখনো খোঁজে ফিরি,
শিশির ভেজা রুপালী মুক্তা ঘাসে,
শরৎ এর নীল আকাশে,
বক ডাকা একটি সন্ধায় তোমাকে আজো খোঁজে ফিরি।


তুমি ছিলে বড়ই আনমনা,
আমি যখনই তোমার কাছে এসেছি,
রক্তে মাখা পদহেরিতেছি ইচ্ছেমত,
অনাবিল সুখ নিচ্ছি তোমার অজান্তেই।
কিন্তু আজ তুমি নেই, আছো অন্য কোথাও।


আমার পলাশ কানন ছেড়ে অন্য কোন বাগে পাপড়ি মেলিয়েছো তুমি।


(সংক্ষেপিত)