নিয়মে বাঁধা এই কোলাহলময় জীবন নিয়ে আজ অতিষ্ঠ আমি।
ওষ্ঠাগত প্রাণ প্রায়।
নয় সাতে সবসময় তেরো হওয়ার জীবন আমার কাছে বিষাদময়।


জীবন অতি সামান্য একটা ক্ষণের সংক্ষিপ্ত নাম। এর জন্য কিসের এত প্রয়োজনের আয়োজন?
ক'দিনের খেলাঘর,
তার জন্য কত তর,
কে আপন কে পর,
কে ভাঙে কার ঘর
ছন্নছাড়া অতিপ্রাকৃত জীবন এখন বিষময়, বিস্ময়ে রুদ্ধবাক
যাকে দেইনা কবু হাক,
সেই এসে পদচুমে,
থাকাই হেসে নির্বাক।


সামান্য জীবনের তুচ্ছ কিছু চাওয়া
ঝাপটে ধরি, পিছে করি ধাওয়া,
পরাজয়ে ফিরি শেষে, চাওয়া নাপাওয়ায় মিশে
অধম আমি ফিরে আসি যন্ত্রণার পাথর বুকে পিশে।