নিবেদন সোহাগ কে।


তোমার কৃষ্ণ বরণ মুখখানি,
যার উপরিভাগ যেন শিল্পি কর্তৃক অংকিত,
মেঘ বরণ কচিত, বড়ো বড়ো নেত্রযুগল।
বার বার ঢেউ তোলে হৃদয়ে দেয় উচকানি।


যেন শত জনমের চাওয়া ছিল।
হাজার বছরের শৃংখলিত ভালবাসা হঠাৎ একত্র হয়ে, তোমার চেহারার অধরযুগলে মধ্যরাতে সদ্য প্রস্ফুষ্টিত পদ্ম পুষ্পিত।
একখানি সাদা সিদে মুখ- যেন সহস্র কবির অনিমেষ ভালবাসার নায়িকাদের হার মানিয়ে মনের ক্ষুদ্র মণিকোটায় উকিঁ দিচ্ছে এক গুচ্ছ কদম্ব ফুলের সুখ।