কি তুমি হে অপরিচিতা?
তুমি কে বলো হে অতকর্কিতা?
তুমি অনন্যা, নিখুঁত তুমি অনিন্দিতা।


মম উত্তর পাঁজরে ব্যাথা অনুভব করি,
তুমি নেই, থাকবেনা যখন তা স্মরি।


তুমি স্বপ্নের ক্যানভাসে আঁকা এক নিশিত জোৎস্না,
হৃদয় মন্দিরে ধুপ,পুষ্পে মাখা পূজোর থালায়
তোমার রূপনেহারি, যেন সাক্ষাৎ অন্নপূর্ণা।


হঠাৎ স্বপ্নের ভেলায় ছড়ে এসে দর্শন দিলে মম ললাটে
আড়ালে আবডালে থেকে নিজেকে ভরে রেখেছ কভারে
কাগজের গাঢ় মলাটে।


[শ্রীপুর, নেত্রকোণা- ২৮.১০.২০১৫]