জীবনবোধ পাল্টে গেলো
মৃত্তিকা বঙ্গজ মামুন
..….............................


সবই ছিল জমা-জমির ফসল
ঘরে খাবার আসবাবপত্র সকল।
টাকা পয়সা অর্থ করি,
ছাদ ওয়ালা বিশাল বাড়ী।


কাপড়চোপড় ন্যাকড়া ত্যানা,
সাজসজ্জা হরেক রকম গহনা।
ডেক্সি পাতিল থালা বাসন,
চেয়ার টেবিল দামি আসন।


গরু ছাগল মুরগী হাঁস,
আম জাম বেত বাঁশ ।
মা বাবা ভাই বোন স্ত্রী সন্তান,
মান ইজ্জত সম্মান।


সকাল বিকাল দুপুরে খাওয়া,
দিন শেষে আরামছে ঘুম যাওয়া।
আজ কেবলই  সব স্বৃতি,
দেখছি জীবনের ইতি।


কি করলা রাজাধিরাজ?
চোখে মুখে চিন্তার ভাঁজ।
নরম দেহে পাথরে ঢাকা,
পৃথিবীর বুকে আজ বড্ড একা!


চার দিকে জলরাশি,
আজ নিঃশ্ব-ভানবাসি।
সব শেষ চোখের পলকে,
জীবনবোধ পাল্টে গেলো এক ঝলকে।


ঢাকা
২২ জুন-২২