সেদিন ছিলো ১৭ই নভেম্বর - দু হাজার বিশ সাল
সোনালি সূর্যের আড়াল - সোনালি সকাল।
বাগানে ফুটন্ত ফুল - পাখির কুঞ্চন
মাতৃ-আদরের আধার কেটে -মুত্তাকিনের বিশ্বে আগমন।
মুক্তিযুদ্ধ হাত দুটো - কন্ঠে-তার সুতীব্র চিৎকার
ঘোষিতেছে প্রতিজ্ঞা - বিদুরিত করবে সে জগতের সকল অবিচার
বেদনাক্লিষ্ট মায়ের ঠোঁটে -ফুঠে ওঠে হাসি
মৃদুকন্ঠে বলে খোকা - তোমায় ভালোবাসি।
নানা,নানু দাদা, দাদু- স্বজন উল্লাসে
সমস্ত প্রকৃতি যেন - তৃপ্তির হাসি হাসে
চাচা, ফুফু, খালা মনি - উর্ধে তুলে হাত
মনানন্দে হাত তুলে - আব্বুজান করেন মুনাজাত ।
হাত যেন দীর্ঘ জীবি - গুনে মানে জ্ঞানী
সৎকর্মে সদাচারে - সকল জিন্দেগামী
যে সন্তান সফলকাম - মাতৃ ঋণ বোঝে
সময়ের মুল্য জানে - জড়ানো স্বজন-বিরোধী
সেই ধন্য,সার্থত জীবন - বিশ্বে তার আসা
হে মুত্তাকিন,তোমার প্রতি তাই, - মা বাবার প্রত্যাশা।