মনের দূ:খে ঘুম আসে না -  জোরে দেই চিৎকার
মরুভুমি ঠেকছে এখন - সোনার এ সংসার
আব্বু আম্মু, চাচ্চু,ফুফু - খালারা সব আব্বু আমায় ডাকে
এসব সন্তানেরা বুঝতে পারে - আব্বু তাদের কোন গ্রহতে থাকে?
আমি তাদের প্রাণ প্রদীপ - সবার আব্বুজান
এ সন্তানদের সেবা যত্নে - আমার গিন্নি প্রয়োজন
আমার আম্মু যখন কোলে তুলে - আদর-সোহাগ করে
আমার গিন্নি থালে তাদের - জড়াতো আঁচলে
নানা ভাইয়ের ও গিন্নি আছে - দাদা ভাইয়ের ও তাই
কি দূর্ভাগ্য আমার শুধু - গিন্নি ঘরে নাই
স্বজন-সুজন আছে যারা - দেখুন অমাার হাল  
এ দেশে কি চলছে এখন - বধুয়ার অকাল ?
আমি বিয়ে করে, আনবো বধু - গড়িবো সংসার
সন্তানদের কল্যানে মোর - বধুয়া দরকার ।