আমার প্রভু নিরঞ্জন - কোন মানসে সৃষ্টি করছো দ্বি-পায়ী- ইনসান?
অপূর্ব কৌশলে সৃষ্টি দিয়েছিলে বিবেক-বুদ্ধি-জ্ঞান।
বলছো তুমি মানুষ হবে মানুষের ভাই-সুখ কিবা দুঃখে
সে মানুষই স্বজন বধে- ছুরি বিদ্ধ বুকে ।
শ্রেষ্ঠ প্রানীর সনদ ধারী - সে মানুষ আজ খুনি
রাত পোহালেই এসব খবর - নিত্য এখন শুনি।
মায়ের জাতি ধর্ষিতা আজ -নির্লজ্জ মানুষ
ধন-সম্পদ সবই আছে -নেই শুধু বিবেকবোধ আর হুঁশ।
ব্যক্তি পূজায় মত্ত - মানুষ -তুমি দৃশ্যান্তরে
দিনে দিনে বাড়ছে সংখ্যা - সকল জনপদে।
নারীরাও পথ হারা আজ - হায়া শরম নাই
মায়ের মতোই দেখতে নারী - মাতৃত্ববোধ নাই।
জ্ঞান লগ্নি করছে জ্ঞানী- অর্থের বিনিময়ে
জ্ঞান পাপীদের বাজার চাঙ্গা -সর্ব লোকালয়ে।
বলো প্রভৃ । কোথায় যাবো ? - শুনবো কার বানী ?
লোভ লালসার মায়াজালে - ব্যার্থ জিন্দেগানী।
জালেম এখন উচ্ছ্বাসনে - ঈমানদার মজলুম
তোমার কথা বললে এখন সইতে হয় জুলুম।
প্রার্থনা তাই তোমার কাছে আমার রহমান
তোমার রাহে চলার শক্তি - করো মোদের দান ।
হিংসা-বিদ্বেষ -হানাহানি পরস্ব হরন
করতে যেন পারি মোরা - লোভ সংবরন।