একদিন আমি অনেক দূরে চলে যাবো।
যেখানে থাকবে না মানুষের কোলাহল,
থাকবে না কোন পাখির কলতান।
ভোরের বাতাস বইবে নিরবে,
বসন্তের ফুলে থাকবে না কোন গন্ধ।
নদী বইবে নিঃশব্দে নিরবে
সাগরের বুকে থাকবে না কোন কান্না।
দূর থেকে অনেক দূরে-
যেখানে উঠবে না কোন ভোরের লাল সূর্য।
ধানসিঁড়ি নদীর বুকে,
পাল তোলা নৌকার মাঝিরা গাইবে না কোন ভাটিয়ালি গান।
বুক ভরা ব্যাথা নিয়ে,
আমি অন্ধকার রাতে নিঃশব্দে নিরবে আমি একাকী চলে যাবো।
দূর থেকে অনেক দূরে,
আলোক তারার দেশে।
যেখানে থাকবে না কোন দুঃখ, যন্ত্রনা, কষ্ট, ব্যাথা।
যেখানে থাকবে না বন্ধুর কোন স্মৃতি।
সমস্ত দুঃখ, বেদনা, যন্ত্রনা নিয়ে
আমি তোমার থেকে অনেক অনেক দূরে চলে যাবো।
বন্ধু তুমি ভালো থেকো, সুখে থেকো
কোন এক নতুন বন্ধুর হাত ধরে।
পৌষের শীতের রোদ মাখা বিকেলে
নবান্নের উৎসবে তোমার বন্ধুকে নিয়ে অনাবিল আনন্দে,
ভালবাসার সোনালী বিকেলে
তাকে নিয়ে চির সুখে থেকো।
এটাই তোমার জন্য আমার কামনা।