থেমে গেলো রাত্রির সব কোলাহল
ঘর, জীবন, মানুষের মুল্যবোধ
তবু ঘোরের ভেতর জেগে থাক তুমি
মন্দিরে জ্বলা শেষ প্রদিপের মত।
জগতের সমস্ত প্রার্থনা শেষ হলে,
কেবল একটা পুরনো ভিক্ষুক জপে রুদ্রক্ষের মালা।
প্রাক্তন পুরোহিতের বীর্যে জন্ম নেয় ঝাঁক ঝাঁক দেব শিশু শেষরাতের নতজানু নাস্তিক ;
কেবল দু-হাত ভরে তোমাকে পেতে চায়
অথবা গোপন পাপাচারের মুক্তি খোঁজে তোমার নামে।