এই যে শুনছেন, আপনাকেই বলছি ?
মাথার মগজ ধোলাই করে,
কত রঙে-কত ঢংঙ্গে
ছন্দে, দ্বন্দ্বে ভাসিলাম...
কবিতায় লেপ্টে রইলাম
ন্যায্য দাবিদাওয়া নিয়ে।

কত ভাবেই নাকের ডগায় মেলে ধরলাম।
পাগলা বাউলা আউলা নকশী বুনে,
তবু অভাগা পাবলিক
একবার চেয়েও দেখলো না!
ছুঁয়ে দেখলোনা
চেখেও দেখলোনা স্বাদ নুন।


অথচ কোন কালে জীবনানন্দ
লিখে গেলো- হায় চিল......
শুনে দৌড়াতে শুরু করলাম,
উড়তে শুরু করলাম।
খুঁজতে শুরু করলাম-
খুজতে খুজতে পুরো সভ্যতার
সাত খন্ড জীবনি হেফজো করে ফেললাম-
কোথাও কোন চিল নেই।


মধ্য দুপুরে সাঁতরে পার হলাম মহা-সাগর।
সেলফি তুলে দেখালাম।
তবুও বিশ্বাস করলো না!
অবাধ্য বালকের মত
প্রত্যাখান করলো আমাদের মাগনা ফুলঝুড়ি।