নির্মল নিশি,স্বচ্ছ গগণ,পূর্ন হিমাংশু-
ভূবন হয়েছে নিথর অতি বাহিরে নাহিকো পশু।
চারিদিকে মেলা জোনাকির খেলা       ঝিঁঝিঁ অবিরাম ডাকে-
নিশাচর পাখি ডাকে থাকি থাকি অদূর পথের বাঁকে।
সগৌরবে বৃক্ষরাজি  মাথা রাখিছে উচু-
মৃদু সমীরে আঙিনার পরে দুলিতেছে মানকচু।  
বাঁকা পথ ধারে ভরা জোছনায় বসিয়া গায়ের চাষা-
করিছে ব্যক্ত পরস্পরে দুঃখ বেদনা আশা।
আকাশের বুকে স্বর্ণের থালা ঝিলমিল করে জ্বলে -শিউলি কামিনী মনোহরা সুবাসে
ফুটিছে দলে দলে!
এহেন প্রকৃতি হেরিয়াছি আমি জীবনে প্রথমবার-
হে বিধি তুমি তৌফিক দিও হেরিতে বারংবার।