অসৎ কর্মের প্রতিযোগিতা ভরিভরি -
এ জগৎ সংসারে
একের কুকর্ম ছাপিয়ে যেতে
হাল নাহি কেউ ছাড়ে ।


আকাশ সংস্কৃতির সংস্পর্শে
এ ধরা ধরেছে বিকট রূপ,
ধর্ম কর্ম নীতির প্রশ্নে
সমাজ এখন পুরো নিশ্চুপ ।


পর কৃষ্টি,পর ভাষা
এ সমাজে অহরহ,
সৎ পথে চলিলে সে হয় কুনো
সহে সে নিত্য কথার প্রবাহ।


শিক্ষিত বৃদ্ধও
সমাজের চোখে বোঝা
ব-কলমও গালি দেয় তারে
কত বড় এক সোজা!


দুর্নীতিতে যার বেশি অবদান
এ সংসারে সেই পায় সম্মান ।
অপসংস্কৃতির করাল গ্রাসে ভাঙিতেছে সংহতি
মারা কাটা টাকায় ঘটে একাদশে বৃহস্পতি।


মুখে সবাই ধর্ম মানে
উল্টো করে কাজ
পশুর সম আচারণেও নাইকো কারো লাজ।