হে বঙ্গ প্রমদা-
শৈবালিনী তব মাতা ।
ললিতেছে তব নিত্য মমতায়,
সরস করিতেছে তব রূদ্রতা,
গহনা সম সাজিয়াছে তব কায়।


চিত্রা, গড়াই, ভৈরব, ইছামতি
এমতি শত কল্লোলিনী
বহিয়াছে হরিৎ প্রান্তর ভেদিয়া
নিষ্প্রাণের প্রাণ নির্ধারনী।


দুই ধারে তব শোভা পায়
আম,জাম,বাঁশ,কাঁঠালের বৃক্ষ
তব রুপে বুঝি মুগ্ধ হয়েছে
সুবিশাল অন্তরীক্ষ।


অস্তক্ষণে যবে ভ্রমেছি সরিৎ পাড়ে
কবি মনে জেগেছে ঢেউ!
আবির ময় ঊর্মি আর
নীড়ে ফেরা পক্ষী
এর অধিক প্রকৃতি হেরেনি কভূ কেউ।


সর্ব বাক্য ফেলি হারায়ে
বঙ্গের নদ পানে যবে চাই
হে মাতা তুমি জড়ায়েছ মোরে তব মাতৃ-মমতায়।