হে ধরণী-
তোমার বুকে অসহায় পায়না এতটুকু মাথা গুজবার ঠাঁয়।এতিম,মিসকিন বড় নির্যাতিত,অবহেলিত  অশ্রু তার সঙ্গী জীবনময়।ঘাম ঝরানো কর্ম করে যারা থাকে বেঁচে,তাদের মূল্য তব কাছে নেই যে তুলো সম।কুপথগামীর অধিপত্য তব বুকে দেখেছি অবিরত।হে ধরণী,তুমি ঝগড়াটে,দ্বন্দ্ব সংঘাতময়ী
দাঙ্গা-হাঙ্গামা বিরামহীন হোক সে জীবনক্ষয়ী।তব সারা বুক জুড়ে শুধু অশান্তি নেই এতটুকু প্রশান্তির নিশানা-নেই এতটুকু প্রশান্তির নিশানা-তব বক্ষ জুড়ে আছে শুধু দু:খ কষ্টের বিছানা।তবু কি তুমি ক্ষান্ত নও হে ধরনী ?নিভবেনা তব ক্ষোভাগ্নি?আর কতকাল এভাবে চলবে?