অন্ধকার রাত চারিদিকে ঝোপ মধ্য বনের পথে-চতুর্পাশে শিয়াল, ডাহুক হাঁকিছে থেকে থেকে।
সর্প গেল ফণা তুলি মোরি অগ্রসরে ,  ভূত-প্রেত আর দানবেরা কাঁদিছে ব্ক্ষ পরে ।সহসা দেখি স্মশান ঘাটে অগ্নি উঠিল জ্বলি তাই দেখিয়া হাত থেকে মোর ফসকে গেল থলি!
ভাবিলাম তবু যেতে হবে ফিরি আমার ছোট্ট গায়ে- পথ চেয়ে আছে যেথায় মানুষ কাঁদিছে আমার মায়ে ।সাহস রাখিয়া বক্ষে আমার বাড়ালাম জোরে পা -অচিরেই দেখি ফর্সা ধরা
দূর হল তমসা !