বাংলার মাঠে রাখালের বাঁশি
বাজিতে দেখিনা আজ
ষড় ঋতুর এই বাংলা বদলে
নিয়েছে নতুন সাজ।
হাওর - বাওর নদী নালায়
নেই জেলেদের ভীড়
দেখা তেমন যায়না আজি
পাখ-পাখালীর নীড়।
ঘুম ভাঙেনা কিচির মিচির
পাখির কলরবে
সহস্র পাখির নীড়ে ফেরা
আর না দেখা যাবে।
ঘুড়ির মেলা বসেনা আর
বাংলার মাঠে মাঠে
পুতুল নাচ আর লাঠি খেলা
হয়না গায়ের হাটে।
জীবনানন্দের রূপসী বাংলা
কোথায় পাবো আর?
ঐতিহ্য সব হারিয়ে গেল
সবুজ এ বাংলার!