গড্ডালিকা প্রবাহে -
হয়না কেহ অবনীপরে সূর্যসন্তান হে
করো হে উন্মেচন,দেখ যে ব্যাতিক্রম
প্রথিতযশার অধিকারী হেরি ধরাধম
মাঝে সে
দু:খ-বেদনা,বিরহ-বিষাদের কষ্ট
লহিয়া বুকে
যাযাবর ন্যায় অসাধ্য
সাধনে  ঘুরে যাহারা দেশে দেেশ
তাহারাই করে শীর্ষ দখল মহাকালের
ইতিহাসে।
পূর্বসূরীর অন্ধ
পথকে জাপটে যাহারা ধরে
আলেয়া হেরিয়াও
গটো সটো হয়ে জপে কৃষ্ণ হরে
যাহারা শুধু মাথা ঠুকে মরে মসজিদ-
গীর্জায়
যাহার কথায় ব্যথিত
হয়ে কান্দে অসহায়
যাহারা করে উদর
পূর্তি হেলিয়া ক্ষুধিতের
তাহারাই হেরি বঞ্চিত সদা মহাকাল
আদিত্যের।
যাহারা ছুটে তপ্ত মরুভূমে অসহায়
সেবিতে
মুছিয়া বেড়ায় অনাথের অশ্রু এ বৃহৎ
মহীতে।
তাহারাই হয় দুনো-
যাহার পরশে সংযত হয় সব প্রকার বুনো।