দুঃশাসনের দুর্বিপাকে-
রুদ্ধ রেখে জীবনটাকে,
বাঁচাই কঠিন!
বুকের ভেতর আগলে ক্ষত,
ক্ষীন স্বরে__বলবো কতো
‘আসুক সুদিন?’


এখন জাতি ঘুম-আদুরে,
ফলের বাগান খায় বাদুড়ে-
তা-ধিন তা-ধিন!
নিত্য শত প্রাণ বিলিয়ে,
ত্রস্ত-ভয়ে তাল মিলিয়ে,
আমরা স্বাধীন!


স্বাধীনতার এই নমুনা?
পদ্মা মেঘনা আর যমুনা-
লজ্জাতে ক্ষীন,
আয় চেতনা আয়রে ফিরে,
দ্বীপ্ত আলো জীবন ঘিরে-
জ্বলুক রঙিন!


রচনা : ১২ ডিসেম্বর ১৯৮৭, উত্তরা, ঢাকা।