( আজকের ছড়াটি প্রিয়কবি শম্পা ঘোষ-এর
          মন্তব্যের অনুপ্রেরণায় লেখা।
ছড়াটি তাঁর সম্মানে- আসরে নিবেদিত হলো।)


         সব উকিলের নজরদারী-
            মক্কেলেরই ‘পরে-
         সু-কৌশলী কথা বলেই
           নিজের পকেট ভরে!


        মামলাটা হোক যতো ভারী
           তাহার কাছে পানি!
        আতঙ্কিত লোক-জনেরা
           টাকায় শোনে বাণী!


      হাতেরটা যায়, পাতেরটা যায়
            হয়না শোনার শেষ
           যুগান্তরে গড়ায় সময়-
           আহা কী বেশ! বেশ!


         যতো রকম রঙ-তামাশা
              মঞ্চায়নের পরে-
          অপরাধীর শাস্তি যেমন-
            উকিল কী আর করে?