কোথায় সে আনন্দ, খুঁজবো কার দাড়ে
দুঃখ রাইখা আমার কাছে
সে দূরে পালায়ছে অভিমানে
সে কী আসবে আজ এ পারায়
সেতো ঘুরে বেরায় পাখির ঝাকে
শস্য ভরা মাঠের ফসল দানায়


অভিমানে পালিয়ে সেতো যাবেই
খুঁজবো তারে দূর শহরে
রঙ বেরঙের আলোর ভিরে
দুঃখ গুলো উরিয়ে দিয়ে
সেতো আনন্দ আসবেই


আনন্দ তাকে তো আসতেই হবে
জানি সে আসবে চুপটি করে
সকাল বেলার হাসি মাখা রোদ্র দিয়ে
ভিজিয়ে দিয়ে দুপুর বেলা বৃস্টি হয়ে
দুঃখ গুলো ভুলে গিয়ে, ধরা সেতো দিবেই
সকল চাওয়া মেনে নিয়ে আনন্দ আসবেই