প্রিয় বাবা
   সোহানূর রহমান


সব চাওয়া মেনে নিয়ে তুমি
তবে কেন করে ছিলে এত বড়
যদি নাইবা দিলে আর একটু সময়,
মাথার ঘাম পায়ে তুমি ফেলে
নিজের সব চাওয়া পাওয়া গুলু
বুকের মাঝে মাটি চাপা দিয়ে
কেন এত তারাতারি চলে গেলে।


বাবা, রোদ বৃষ্টি মাথায় নিয়ে
বাড়ি ফিরে এসে বলতে তুমি
আজ বাবা আমার সাথে খাবি
একটু করে শিখিয়েছিলে কথা বলা
হাতে হাত রেখে পথ চলা।


বাবা, আজ খুব মনে পরে তোমায়
তোমার বলা গল্প গুলোয় ডুবে থাকা
তোমার সেই চোখ রাঙানো শাসন
এক সাথে কাটানো হাজার অতিত
কখনো আবার তোমার দেয়া বাধা বারন।


যখন বেথ্যা পেয়ে কান্না করতাম আমি,
তখন আমার থেকেও বেথ্যা বেশি পেতে তুমি
তখন বুকে আগলে রেখে চুমু দিতে আমায়
সব আদর ভালোবাসা সাথে নিয়ে চলে গেলে
কেনো যেতে হলো বাবা আমায় ফেলে।


বাবা আজতো খুব কান্না করি আমি
বহু লোক আশেপাশে আসে যায়
কেউতো তোমার মতো বুকে টেনে নেয় না
আমি বেথ্যা পেলে আর কেউতো বেথ্যা পায় না
যেমন করে আমার বেথ্যায়, বেথ্যা পেতে তুমি।


বাবা, আজ খুব বেশি  মনে পরে তোমায়
তুমিতো অনেক ভালবাসতে আমায়,
তবে কেনো যেতে হল এত তারাতারি
যদি তুমি দিতে আর একটু সময়
জরিয়ে ধরে চিৎকার করে বলতাম
ভালোবাসি বাবা, অনেক ভালবাসি তোমায়।