বৈশাখ এলো আজ রৌদ্র রাগে,
বসন্ত বিদায় বার্তা ঘোষে নিদাঘে।
চৈত্রের জীর্ণতা ঝেড়ে, ফেলে পেছনে,
সুখ স্মৃতি সাথে নিয়ে চলি সমুখ পানে।
ভুল যদি করে থাকি মনের অজান্তে,
প্রভু তুমি করো ক্ষমা আজ দিনান্তে।
নব নব নতুনের নব আহবানে,
মেলি ডানা উড়ে যাব দূর দিগন্তে।
প্রভূ তোমার শক্তিতে হয়ে শক্তিমান,
দূর করি প্রাণ পণে সকল অকল্যাণ।  
এই হোক প্রতীক্ষা এই শুভক্ষণে,
করি ব্যয় জীবন টা যেনো জনকল্যাণে।।