কেন হে বঁধু
মনে করি শুধু,
বাড়াও বিরহ জ্বালা।
চাঁদ গলা জোছনায়,
খুলে দেখো হৃদয়,
দেখবে সেথায়,
দাঁড়িয়ে ঠায়,
তোমারি অপেক্ষায়,
হে বিরহ কাতর বালা।
কাক ডাকা ভোরে,
ক্ষণিকের তরে,
নিদ এলে নয়নে।
মুদি দু নয়ন,
দেখিবে স্বপন,
দুহাত বাড়িয়ে,
আছি দাঁড়িয়ে,
তোমারই সিথানে।।