জাগিয়া নিশি বসি একাকি,
দুজন কাছাকাছি,
তবু নয় কাছে,তবু কত দূর।
সুদূর পারাবার নয় তো দূর,
হৃদয় মাঝে ভাজে তার সুর
সুরে সুরে,যে আছে অন্তঃপুর।


যত ভালোবাসাবাসি কাছে আসা আসি,
হৃদয়েরই আদান প্রদান,
যদি হৃদি দিয়ে হৃদি না ভাবি,
হোক না কাছাকাছি,
তা,যোজন যোজন ব্যবধান।


অথৈ পারাবার নয়তো পাথার,
যদি তুমি রও কাছে,
কত কাছাকাছি?
যতটুকু হলে বাঁচি,
প্রশ্বাস নিঃশ্বাসে।
তারও অধিক যদি তুমি রও
দোহে মিলে মোরা একসাথে মরি বাঁচি
তবে আমি তোমারই,
তুমি আমারই হও।।