নিন্দুকেরে বেসো ভালো
নিন্দুকজন মহান অতি।
নিন্দুকের নিন্দাবাদে,
নাশে তোমার দুর্গতি।
নিন্দা বিনা নান্দী পাঠে,
হতে তুমি বলগাহীন,
নান্দীবাদের জোয়ারেতে,
ভাসতে তুমি নিশিদিন।
অবশেষে ঝঞ্ঝা এলে,
দেখতে তোমার পাশে নাই,
বন্ধু স্বজন ভাবতে যাদের
উদ্ধারিতে আসে নাই।
তাইতো বলি,
নিন্দুকেরে বাসো ভালো।
নিন্দুকজন সত্যি তোমার,
আঁধারেতে মনের আলো।।