ইচ্ছে করে ইছামতির পাড়ে  
তোমাতে আমাতে হাতে হাত
বেড়াই ঘুরে,
কখনো বা তেপান্তরে
অথবা দূর অম্বরে,
নীল নীলিমায় মেলি ডানা
চলে যাই দূর অজানা
পাখিদের সাথে করি মিতালী।
অথবা চন্দ্রালোকে
জোসনা মেখে
মন সুখে গাই গীতালি।
গাঙ শালিকের কলতানে
ইছামতির উজানে
কিম্বা সাগরপানে
আমরা দুজনে মন সাম্পানে
গতিময় নোঙ্গরবিহীন,
বেয়ে যাই  জীবন তরী,
বিরতিহীন মধুময়,ছন্দলয়ে।