মুখের বুলিতে যেয়ো নাকো ভুলি
ভড়ং মার্কা চাঁইয়ের,
মুখের বুলিতে আকাশেতে তুলি,
ফেলবে পূনঃভূমি,
কর্তৃত্ব তার লাটাইয়ের।
স্বপ্ন দেখাবে তোমায়,করবে কায়েম স্বর্গরাজ,
তোমাতে ভর করি পার হবে সিঁড়ি,
তুমি তার স্বপ্নের সোপান আজ।
কথায় কথায় তোমাকে দেবে,
ঘর দোর আর গুলিস্তান,
তোমাতেই ভর করি নিজে অট্টালিকা গড়ি,
শুনবে বুলবুলির গান।
অট্টালিকায় শুয়ে তোমাকেই নিয়ে,
করবে ঠাট্টা মশকারা
তোমার মত যারা, তারা,রক্ষিতে তারে
দিবে পাহারা।
চিনে রাখো ভড়ং মার্কা ফাঁকা বুলি ভরা
নেতাদের চেহারা,
জোঁক সম ঝেকে বসে চুষে খেয়ে
তোমাদের করছে সর্বহারা।
ভুলো নাকো তাদের ভন্ডামি ভরা,
ফাঁকা বুলিতে আজ।
জাগো মজলুম হটাও জুলুম
নির্মাণ কর নিপীড়িত আর সর্বহারার রাজ।